শিরোনামে রণবীর ??? কিন্তু কেন ??

BENGALBYTE.IN

ফটোশ্যুট ~১

কারোর পরোয়া না করেই নগ্ন হয়ে ক্যামেরার সামনে দিলেন পোজ, ইন্টারনেট ব্রেক করলেন রণবীর সিং। নিজে যেটা মনে করেন সেটাই করে থাকেন অভিনেতা কোনও কিছুরই তোয়াক্কা না করে

ফটোশ্যুট~২

রণবীরের এই নগ্ন ফটোশুট রীতিমতো ইন্টারনেটে আলোড়ন তুলে দিয়েছে। নেটিজেনরা এই দেখে অবাক হচ্ছেন যে এই ছবিগুলি দেখে স্ত্রী দীপিকা পাড়ুকোন কীভাবে প্রতিক্রিয়া জানাবেন।

ফটোশ্যুট ~৩

মনে করা হচ্ছে  যে সম্ভবত তিনি হলিউড তারকা বার্ট রেনল্ডসের দ্বারা অনুপ্রাণিত। তাঁর মতন অঙ্গ ভঙ্গিমায় পোজ দিয়েছেন রণবীর সিং  তাঁর সাহসী ছবিগুলিতে।  

ফটোশ্যুট ~৪

রণবীর সিং ক্যামেরার সামনে খুব সাবলীলভাবেই  এই ভঙ্গিতেই কথা বলেছেন নিজের পেশা, আগামি কাজ, জীবন, জীবনবোধ নিয়ে।

ফটোশ্যুট ~৫

কখনও আধশোয়া, কখনও গালিচায় উপুড় নগ্ন রণবীর, এতটাই   আত্মবিশ্বাসী অভিনেতা। 

ফটোশ্যুট ~৬

তারকা বিস্ফোরক মন্তব্য করে বলেন, "আমার নগ্নতা নিয়ে কোনও ছুঁতমার্গ নেই। তাই নগ্ন হতেও দ্বিধা নেই। সমস্যা অন্য লোকের।"

More Amazing Contents, Swipe Up ↑