BENGALBYTE.IN
কারোর পরোয়া না করেই নগ্ন হয়ে ক্যামেরার সামনে দিলেন পোজ, ইন্টারনেট ব্রেক করলেন রণবীর সিং। নিজে যেটা মনে করেন সেটাই করে থাকেন অভিনেতা কোনও কিছুরই তোয়াক্কা না করে
রণবীরের এই নগ্ন ফটোশুট রীতিমতো ইন্টারনেটে আলোড়ন তুলে দিয়েছে। নেটিজেনরা এই দেখে অবাক হচ্ছেন যে এই ছবিগুলি দেখে স্ত্রী দীপিকা পাড়ুকোন কীভাবে প্রতিক্রিয়া জানাবেন।
মনে করা হচ্ছে যে সম্ভবত তিনি হলিউড তারকা বার্ট রেনল্ডসের দ্বারা অনুপ্রাণিত। তাঁর মতন অঙ্গ ভঙ্গিমায় পোজ দিয়েছেন রণবীর সিং তাঁর সাহসী ছবিগুলিতে।
রণবীর সিং ক্যামেরার সামনে খুব সাবলীলভাবেই এই ভঙ্গিতেই কথা বলেছেন নিজের পেশা, আগামি কাজ, জীবন, জীবনবোধ নিয়ে।
কখনও আধশোয়া, কখনও গালিচায় উপুড় নগ্ন রণবীর, এতটাই আত্মবিশ্বাসী অভিনেতা।
তারকা বিস্ফোরক মন্তব্য করে বলেন, "আমার নগ্নতা নিয়ে কোনও ছুঁতমার্গ নেই। তাই নগ্ন হতেও দ্বিধা নেই। সমস্যা অন্য লোকের।"
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑