হাসপাতালের অন্য সন্তানের সঙ্গে বদলে যান রানি !

BENGALBYTE.IN

রাণী অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে।

এক মায়ের লড়াই নিয়ে ছবি। সেই প্রসঙ্গেই রানি ফিরে গেলেন তাঁর জন্মের সময়ের অদ্ভুত ঘটনায়।

২০১৪ সালে ইটালিতে চুপি চুপি ‘যশরাজ ফিল্মস’-এর কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী।

বাঙালি পরিবারের মেয়ে রানির বিয়ে হয় পঞ্জাবি পরিবারে।

জন্মের পর হাসপাতালেই অন্য শিশুর সঙ্গে বদল হয়ে যান রানি

শিশুর চোখ দেখেই বুঝে যান রানির মা।

রাম মুখোপাধ্যায় ও কৃষ্ণা মুখোপাধ্যায়ের প্রথম সন্তান রানি।

এক পঞ্জাবি পরিবারের সঙ্গে অদল বদল হয়ে যায় তাঁর।

রানির চোখের মণির রং খয়েরি, তাই সহজেই ধরে ফেলেন অভিনেত্রীর মা।

শেষমেশ পঞ্জাবি দম্পতির ঘরে গিয়ে ফিরে পান মেয়েকে।

More Amazing Contents, Swipe Up ↑