খুশকির সমস্যা কিভাবে দূর করবেন !

BENGALBYTE.IN

চুলের সমস্যা সারা বছরই কমবেশি লেগে থাকে

খুশকির সমস্যা শীতে সবচেয়ে বেশি দেখা দেয়। আর একবার দেখা গেলে তা সহজে পিছু ছাড়েনা

স্ক্যাল্পে আর্দ্রতার অভাব থাকলেই খুশকির সমস্যা বাড়ে

খুশকির হাত থেকে রেহাই পেতে অনেকেই অ্যান্টি ড্যানড্রাফ ট্রিটমেন্ট করায় বা নানা ধরনের শ্যাম্পু ব্যবহার করেন। কিন্তু এসবে খুব বেশি উপকার মেলে না।

স্ক্যাল্প পরিষ্কার রাখলে খুশকির সমস্যা হয় না

খুশকির সমস্যা দূর করতে গেলে আপনাকে ১ দিন অন্তর শ্যাম্পু করতে হবে।

খুশকির হাত থেকে রেহাই দেবে নিমপাতা

নিম পাতা বেটে দইয়ের সঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে লাগান কিংবা নিম তেলও ব্যবহার করতে পারেন।

খুশকি দূর করতে নারকেল তেল ব্যবহার

নারকেল তেল অল্প গরম করে নিয়ে স্ক্যাল্প ও চুলে মালিশ করুন। এতে স্ক্যাল্পের আর্দ্রভাব বজায় থাকবে এবং খুশকি দূর হয়ে যাবে।

More Amazing Contents, Swipe Up ↑