দাগমুক্ত ত্বক পেতে আজই ত্যাগ করুন এই ৩ অভ্যাস

BENGALBYTE.IN

বহু চেষ্টার পরও মুখের কালো দাগ-ছোপ যাচ্ছেনা?

বাজারের নামি-দামী ক্রিম ব্যবহার করেও কোনো উপকার মিলছে না।

রোদ থেকে বাঁচতে হবে-

রোদের কারণে ত্বকের অত্যন্ত ক্ষতি হয়। তাই ত্বক ভাল রাখতে এবং রোদ থেকে বাঁচতে সান প্রোটেকশন ব্যবহার করতে পারেন।

রাতে ঘুমানোর আগে মুখ না পরিষ্কার করা :

ত্বক পরিষ্কার না করেই ঘুমিয়ে পড়লে লোমকূপে জমা ময়লা থেকে মুখে কালো দাগ ছোপ পড়ে। তাই রাতে ঘুমানোর আগে অবশ্যই ভাল করে মুখ ধুতে হবে।

বারবার ত্বকে নখ দেওয়া-

বারবার ত্বকে নখ লাগালে নখে জমা ময়লা থেকে ত্বকে বিভিন্ন ইনফেকশন দেখা দিতে পারে। মুখে বারবার নখ লাগানো একদম এড়িয়ে চলতে হবে।

স্ট্রেস থেকে দূরে থাকুন

অতিরিক্ত স্ট্রেসের কারণে মুখে দাগ দেখা দেয়। তাই দাগ-ছোপ থেকে দূরে থাকতে স্ট্রেস তাড়াতে হবে।

More Amazing Contents, Swipe Up ↑