FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপের ফাইনালে সম্ভাব্য কোন দুটি দল?

BENGALBYTE.IN

অমোঘ ভবিষ্যৎবাণী

কোভিড ১৯ প্যানডেমিক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে ব্রিটেনের রানির মৃত্যু-- তাঁর ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে। এবার কাতার ফুটবল বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন 'আধুনিক নস্ট্রাদামুস'।

হবে কি ব্রাজিলের স্বপ্ন পূরণ ?

ফুটবল বিশ্বকাপের আবহে ব্রাজিলিয়ান অ্যাথোস সালোমি ফের খবরের শিরোনামে। এবার কাতার বিশ্বকাপের ফাইনাল নিয়ে ভবিষ্যৎবাণী করে ফেলেছেন তিনি। নিজের দেশ ব্রাজিল কি হেক্সার স্বপ্ন পূরণ করতে পারবে? কী জানালেন ‘দ্য লিভিং

ভবিষ্যৎবাণী অনুযায়ী ফাইনালে সম্ভাব্য পাঁচটি টিম

ব্রাজিলের ফাইনালে ওঠার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না অ্যাথোস। তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, টুর্নামেন্টের ফাইনালে যে পাঁচটি দল পা রাখতে পারে সেগুলি হল আর্জেন্টিনা, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, ইংল্যান্ড।

ভবিষ্যৎবাণী অনুযায়ী হতাশ হতে চলেছে নেইমারদের দল

ফাইনালে উঠলেও নেইমারদের কাতার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন ব্রাজিলিয়ান জ্যোতিষী। ফাইনাল জয়ের সম্ভাবনা তালিকা থেকে বাদ দিয়েছেন ইংল্যান্ড, বেলজিয়ামকেও।

ওয়ার্ল্ড কাপ ফাইনালে কোন দুটি টিম?

অ্যাথোস জানিয়েছেন, ১৮ ডিসেম্বরের ফাইনাল খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স।

বিশ্বকাপ যাবে আইফেল টাওয়ারের দেশে????

ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ফের একবার ফাইনালে মেসির স্বপ্নভঙ্গ হতে চলেছে। কেরিয়ারের শেষ বিশ্বকাপে দেশকে সোনালি ট্রফি উপহার দিতে পারবেন না তিনি বরং চোট আঘাতের সমস্যা কাটিয়ে টানা দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ ট্রফি জিতবে ফ্রান্স।

More Amazing Contents, Swipe Up ↑