খুশকি দূর করে চুলকে স্বাস্থ্যবান করুন

BENGALBYTE.IN

শীতকালে চুলের সমস্যা

শীতকালে অধিকাংশ মানুষেরই ত্বক নিষ্প্রাণ হয়ে যাওয়ার সাথে সাথে চুলের ও নানান সমস্যা দেখা যায় তার মধ্যে অন্যতম হলো খুশকির সমস্যা

পেঁয়াজের রসের কামাল

শুষ্ক স্ক্যাল্পে খুশকির সমস্যা দূর করতে পেঁয়াজের রসের কোন বিকল্প নেই যাতে আছে আন্টি ব্যাকটেরিয়াল উপাদান। শীতকালে পেঁয়াজের রস নিয়মিত মাথার স্ক্যাল্পে মাখলে খুশকির সমস্যা অনেকখানি দূর হতে পারে

পেঁয়াজের সাথে মেথি যেন সোনায় সোহাগা

পেঁয়াজ ও মেথি চুলের জন্য এক কথায় অনবদ্য। এই দুটির সংমিশ্রণে একটি হেয়ার প্যাক তৈরি করতে পারেন। এক চা চামচ মেথির বীজ সারারাত ভিজিয়ে রাখুন ও পরের দিন তিন টেবিল চামচ পেঁয়াজের রস ও মেথির বীজ এবং সামান্য জলে মিশিয়ে নিন।

পেঁয়াজ ও মেথি ম্যাজিক

এবার মেথি ভেজানো জলে পেঁয়াজের রস ভালো করে মিশিয়ে নিয়ে মাথার স্ক্যাল্প এ লাগান ও ৩০ মিনিট লাগিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন

পেঁয়াজের রসের সঙ্গে দইয়ের মিশ্রণ

পেঁয়াজের রসের সঙ্গে দইয়ের মিশ্রণটিও খুশকি নিরাময়ে বেশ ভালো রকম কার্যকরী। এর জন্য আপনাকে অর্ধেক কাপ দই ও দুই চা চামচ পেঁয়াজের রস ভালো করে মিশিয়ে নিতে হবে

মিশ্রণটি যত্ন সহকারে লাগান

মিশ্রণটি তৈরি হয়ে গেলে চুলের গোড়া থেকে ডগা অব্দি এবং স্কাল্পে খুব ভালোভাবে লাগিয়ে নিন। আধ ঘন্টা রেখে ভালো কোন শ্যাম্পু দিয়ে ঠান্ডা জলে চুল ধুয়ে ফেলুন

পেঁয়াজের রস ও অলিভ অয়েল এর জাদু

পেঁয়াজের রসের সঙ্গে যদি অলিভ অয়েলের মিশ্রণটি মাথায় মাখলে খুশকির সমস্যা প্রায় চিরতরে দূর হতে পারে। চার টেবিল চামচ অলিভ অয়েল ও দু টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করতে হবে মিনিট দশেক। পরে চুল ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে হলে সপ্তাহে দুদিন এই মিশ্রণটি লাগান

More Amazing Contents, Swipe Up ↑