BENGALBYTE.IN
ধরম দেবদত্ত পিশোরিমল আনন্দ হিন্দি ফিল্ম জগতে পদার্পণ করার পর দেব আনন্দ রূপে বিখ্যাত হন, কিন্তু তার আগে তিনি মুম্বইয়ে একটি সেনা অফিসে করণিকের পদে কর্মরত ছিলেন।
ইউসুফ খান ওরফে বিশ্ববরেণ্য অভিনেতা দিলীপ কুমার সিনেমা জগতে আসার আগে কখনও ক্যানটিন চালিয়েছেন, কখনও বা ফল বিক্রি করেছেন।
অমিতাভ বচ্চন বলিউডে শাহেনশার স্থান পাওয়ার আগে কলকাতায় একটি জাহাজের কোম্পানিতে কাজ করতেন।
বলিউডের অন্যতম খ্যাতনামা নায়ক এবং অ্যাকশন কিং ধর্মেন্দ্র অভিনয় জগতে প্রবেশ করার আগে আমেরিকান এক ড্রিলিং কোম্পানিতে কাজ করতেন।
তামিল সিনেমার অল টাইম সুপারস্টার রজনীকান্ত অভিনয় জগতে প্রবেশ করার আগে বেঙ্গালুরুতে একজন বাস কন্ডাক্টর ছিলেন।
অক্ষয় কুমারের যাঁর আগের নাম ছিল রাজীব ভাটিয়া, সিনেমার রঙিন জগতে পা রাখার আগে ব্যাঙ্ককের হোটেলে রাঁধুনি ছিলেন।
রণবীর সিং মূলত একটি নামী বিজ্ঞাপন সংস্থার কপি রাইটার হিসেবে কাজ করতেন এবং পরবর্তীকালে সিনেমা জগতে নিজের নাম স্থায়ীভাবে পাকা করে নেন।
দাবাং ছবিতে অভিনয় করার আগে সোনাক্ষী সিনহা ফ্যাশন ডিজাইনার হিসাবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন।
অভিনয় জগতে আসার আগে কিয়ারা আদবানি একটি প্রাক-বিদ্যালয়ে বাচ্চাদের যত্ন নিতেন,নার্সারিতে বাচ্চাদের বর্ণমালা এবং সংখ্যা শেখাতেন এমনকি তাদের ডায়াপার ও পরিবর্তন করতে হয়েছে তাঁকে
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑