ক্যাটরিনা কাইফের  জীবনের কিছু অজানা সত্য 

BENGALBYTE.IN

বাড়িতেই পড়াশোনা

ক্যাটরিনা কাইফ কখনোই পড়াশোনার জন্য স্কুলে যাননি। প্রকৃতপক্ষে তিনি তাঁর মা সুজানের ইচ্ছানুযায়ী  করেসপনডেন্স কোর্সের মাধ্যমে বাড়িতে  থেকেই স্কুলের পড়াশোনা করেছিলেন

'ক্যাট' পছন্দ নয়

ক্যাট' নামে জনপ্রিয় এই নায়িকা ব্যক্তিগতভাবে এই নামটি একেবারেই পছন্দ করেন না!  তিনি নিজে ও এ ব্যাপারে অবগত নন যে এই নামটি এলো কোথা থেকে। 

আক্ষেপ

ক্যাটরিনা কাইফের আজ ও এক  বিরাট আক্ষেপ ; 'বুম' ছবিতে অভিনয় করা নিয়ে

ভাড়াবাড়িতে জীবনযাপন

ক্যাটরিনা কাইফের মতো একজন সেলিব্রিটি এবং নামজাদা মডেল কোনওদিনও নিজের বাড়িতে থাকেন নি এবং বি টাউনে কোনো সম্পত্তিও কেনেননি ; সবসময় ভাড়াবাড়িতে থেকেছেন। এমনকী বিবাহ পরবর্তী জীবনেও বিরাট -অনুষ্কার পাশের ফ্ল্যাটে ভাড়া দিয়েই থাকেন তাঁরা। 

বার্বি ডল

ক্যাটরিনা কাইফ বলিউডের একমাত্র অভিনেত্রী যাঁর অবয়বে বার্বিডলের মডেল তৈরি করা হয়েছে 

ইন্টারনেটে ধামাল

ইন্টারনেটে সবথেকে সার্চ করা মডেল কাম অভিনেত্রীর মধ্যে ক্যাটরিনা কাইফ  প্রথম সারি তে রয়েছেন  

অক্ষয়ের সাথেই বেশি

সলমন খানের সঙ্গে অভিনেত্রীর জুটি সুপারহিট হলেও সর্বাধিক কাজ তিনি করেছেন অক্ষয় কুমারের সাথে। অক্ষয় কুমারের সাথে ৬ টি ছবি এবং সলমন খানের সঙ্গে ৫ টি !

More Amazing Contents, Swipe Up ↑