চুলে পাক ধরা রোধ করুন, তারুণ্য উপভোগ করুন।

BENGALBYTE.IN

অকালপক্কতা কেন হয়?

বেশিরভাগ ক্ষেত্রেই জিনগত কারণই প্রধান কারণ হয়ে থাকে। তাছাড়া অত্যাধিক দুশ্চিন্তায়,  ভিটামিনের অভাবে চুলে তাড়াতাড়ি পাক ধরতে পারে। । ভিটামিন বি-৬, বি-১২ , বায়োটিন, ভিটামিন ডি এবং ভিটামিন ই-এর ঘাটতিতে অসময়ে চুলে পাক ধরতে পারে।

অকালপক্কতা রোধ করতে সবুজ শাকসবজি খান

সবুজ শাক-সবজি আপনার চুলের জন্য খুবই ভালো। স্বাস্থ্যের জন্য়েও ভালো। পালং শাক, ফুলকপি, ব্রকোলি, বাঁধাকপির মতো সবজিতে আছে আযরন, ফলেট, ভিটামিন, ক্যালশিয়াম যা আপনার চুলের জন্য খুবই ভালো।

ডিম

ভিটামিনের বি-১২-এর ঘাটতি পূরণ করার জন্য ডায়েটে ডিম যোগ করতে পারেন। ডিমের মধ্যে আছে এমন কিছু পুষ্টিকর উপাদান, যা আপনার শরীরে ভিটামিন বি-১২-এর ঘাটতিও পূরণ করতে পারে। তাই সহজেই চুলে পাক ধরে না। দিনে একটি ডিম খেতেই পারেন।

সোয়াবিন

সোয়াবিনে প্রচুর গুণ আছে। আপনি দৈনন্দিন ডায়েটে সোয়াবিন রাখতেই পারেন। এটি শরীরে প্রয়োজনীয় অ্যান্টি-অক্সিড্যান্টের যোগান দেয়। ফলে সহজেই চুলে পাক ধরে না।

ডাল

ডালেও প্রচুর পরিমাণে ভিটামিন বি৯ আছে। এছাড়াও আছে আরও কিছু প্রয়োজনীয় উপাদান যা আপনার চুলের জন্যও খুব ভালো। প্রতিদিন ডাল খেলে শরীরে প্রয়োজনীয় ভিটামিনের চাহিদা পূরণ হয়। ফলে সহজেই চুলে পাক ধরে না।

More Amazing Contents, Swipe Up ↑