থিয়েটার কাঁপাতে আসছে প্রভাসের নতুন ছবি

BENGALBYTE.IN

প্রশান্ত নীলের পরবর্তী ছবি

পরিচালক প্রশান্ত নীলের পরবর্তী ছবিতে ভারতীয় সিনেমার বাহুবলী প্রভাসের সঙ্গে জোট বেঁধেছেন তিনি।

অপেক্ষায় ছিল ভক্তরা

কেজিএফ-২-এর সাফল্যের পর পরিচালক প্রশান্ত নীলের পরবর্তী ছবির অপেক্ষায় ছিল লাখো ভক্ত।

'সালার'-এর মুক্তির তারিখ

স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে 'সালার'-এর মুক্তির তারিখ ঘোষণা। ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর সালার ছবিটি মুক্তি পাবে।

প্রভাসকে দেখে ভক্তদের মধ্যে উত্তেজনা

পোস্টারে রণদেহী প্রভাসকে দেখে ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে।

প্রভাসের বিপরীতে

'সালার' ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে কমলকন্যা শ্রুতি হাসানকে।

More Amazing Contents, Swipe Up ↑