ভালোবাসার মানুষের অভিমান কমান এই লাইনগুলি দিয়ে

BENGALBYTE.IN

প্রথম গানের কলি 

জানো না কি আকাশ নিজেই সাধ করে চায় মেঘের কালো , যাতে ঐ পুরোনো চাঁদ নতুন করে লাগে ভালো ।অভিমান এমনি করেই অনেক বেশী, আরো অনেক বেশী বাড়ায় মনের টান ; ..এতো রাগ নয় এ যে অভিমান

দ্বিতীয় গানের কলি 

এ তিথি এখনো আবেশে জড়ানো , ভেঙে দিতে তাকে চেও না অভিমানে চলে যেও না । এখনি শেষের গান গেও না অভিমানে চলে যেও না ।

তৃতীয়  গানের কলি 

রাগ করো না প্রাণেশ্বরী, চাও কি আমি প্রাণে মরি ? ...কাজল হয়ে রাখব ধরে দুটি চোখের ভ্রমরে।।

চতুর্থ গানের কলি 

ডেকে ডেকে শব্দহীন ছুঁয়ে দেখো এ মন গহীন এ ঘোর যেন কাটেনা, প্রিয়তমা। শরীর মনের আড়ালে তুমি আছ শুধু তুমি, তুমি এসো আমার কাছে এ গিটারে তুমি বাজে। ভালোবাসো তুমি আমায় তুমি ছাড়া অসহায়, প্রিয়তমা।

পঞ্চম গানের কলি 

অন্তবিহীন, কাটে না আর যেন বিরহের এই দিন, তুমি না আসিলে, ভালো না বাসিলে সুরহীন, তালহীন, কালহীন, বড়ো শূন্য শূন্য দিন

ষষ্ঠ গানের কলি 

সুন্দরীগো দোহাই দোহাই মান করোনা আজ নিশিথে কাছে থাকো না বলো না… অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে চন্দ্রহারে কাজলধোঁয়া জল ফেলোনা।

সপ্তম গানের কলি 

জানিস, আমি ইচ্ছে করে খুব রাগ দেখাই, তুই মানিয়ে নিবি বলে, জানিস আমি অকারণে খুব কষ্ট পাই, তুই কাছে টেনে নিবি বলে। জানিস, এই মনটা আর আমার নেই, শুধু তোর কথা বলে। কোনো অচেনা দেশের অচেনা পথ, তোর সাথে গেছে চলে।

More Amazing Contents, Swipe Up ↑