দুই লাইন হিন্দি বলতে দশবার হোঁচট নাইসার!

BENGALBYTE.IN

কাজল এবং অজয় দেবগণের বড় মেয়ে নাইসা।

আপাতত বিদেশে পড়াশোনা করছেন তিনি।

‘পার্টি অ্যানিমাল’

স্টারকিডদের পার্টি থেকে বলিউডের রাঘব বোয়ালদের ব্যক্তিগত পার্টিতেও দেখা মেলে নাইসার।

এমন একটা দিনও হয়তো নেই যেদিন ট্রোলারদের নিশানায় থাকেন না নাইসা দেবগণ

নাইসার আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে নতুন করে হাসাহাসি শুরু হয়েছে নেটমাধ্যমে।

সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিতি:

ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণের পাশাপাশি একটি ডিজিটাল লাইব্রেরিও উদ্বোধন করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ছাত্রছাত্রীদের উদ্দেশে হিন্দিতে বক্তৃতা দিতে দেখা যাচ্ছে তাঁকে।

দু তিন লাইন হিন্দিতে বলতে গিয়েই ঘেমেনেয়ে একসা নাইসা।

বক্তৃতায় শব্দ হারিয়ে একাধিক বার হোঁচট খেতে দেখা গেল নিজেকে।

নেটিজেনরা তো এত সহজে ছাড়ার পাত্র নন। অনেকেই ভিডিওর নিচে লিখেছেন, নাইসার অবস্থা দেখে তারই লজ্জা লাগছে।

More Amazing Contents, Swipe Up ↑