দেব ও নুসরাতের কেচ্ছা ফাঁস করে দিলেন মিমি !

BENGALBYTE.IN

সুপারস্টার দেবকে তার ভদ্র ব্যবহারের জন্য মানুষ তাকে পছন্দ করেন। কিন্তু তার অনেক গোপন রহস্য ভক্তরাও জানেন না।

শুধু মাত্র তার ইন্ডাস্ট্রির বন্ধুরাই জানে এসব কথা।

এমন এক ঘটনা প্রকাশ্যে বলে দিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

দেবের কীর্তি শুনেই অবাক ভক্তরা।

শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘অপুর সংসার’ রিয়ালিটি শোতে গিয়েছিল মিমি।

সেখানেই দেব সম্পর্কে এই মন্তব্য করেছেন তিনি।

দেব সম্পর্কে মিমি মজা করে বলেছেন,

"দেবের সঙ্গে ঘোড়ার অনেক মিল রয়েছে। ও যেখানে ইচ্ছে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়তে পারে। একটু হেলান দিলেই চোখ বুজে ফেলে। সুখী ছেলে।”

অন্যদিকে মিমি প্রিয় বন্ধু ও সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের গোপন রহস্য ফাঁস করলেন।

তিনি বলেন, “শটের মাঝেই যেকোনও সময় ঘুমিয়ে পড়তে পারেন নুসরত। আবার ঘুম থেকে উঠে ভুলে যান কোন সিন করতে হবে। এমনকি, তিনি এও ভুলে যান যে, তিনি হিরোইন।”

More Amazing Contents, Swipe Up ↑