লিপস্টিক লাগাতে গিয়ে এই ভুলগুলো করবেন না

BENGALBYTE.IN

ঠোঁটে ময়েশ্চারাইজার লাগান

ম্যাট লিপস্টিক লাগালে ঠোঁট শুষ্ক হয়ে যায়। তাই লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে ময়েশ্চারাইজার লাগান।

কালো ঠোঁটে লিপস্টিক

কালো ঠোঁটে লিপস্টিকের রং ঠিকমতো ফোটে না। লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে কন্সিলার ও ফাউন্ডেশন বেস লাগিয়ে তারপর লিপস্টিক লাগান।

লিপ লাইনার

লিপস্টিক লাগানোর আগে লিপ লাইনার দিয়ে ঠোঁটের আউটলাইন করুন।

অতিরিক্ত লিপস্টিক অপসারণ

লিপস্টিক লাগানোর পর ঠোঁটে লেগে থাকা অতিরিক্ত লিপস্টিক টিস্যু পেপার নিয়ে ঠোঁটের উপর হালকা চাপ দিয়ে তুলে ফেলুন।

More Amazing Contents, Swipe Up ↑