যেকোনো অনুষ্ঠানে শাড়িই প্রথম পছন্দ?

BENGALBYTE.IN

জন্মদিনের নিমন্ত্রণ, পৈতে বাড়ি, বিয়ে বাড়ি বা অন্য কোনও অনুষ্ঠান মানেই 'কোন শাড়ি পরব' ভাবতে বসেন?

তাহলে আপনার জন্য রইল এমন কিছু সিল্ক শাড়ির খোঁজ যা আপনার আলমারিতে থাকা চাই চাই।

বেনারসী শাড়ি

বেনারসী শাড়ি ছাড়া বাঙালির বিয়ে ভাবাই যায় না। এছাড়া ঘনিষ্ট কারও বিয়ে হলে সেখানে জমাটি লুক দিতে পরে ফেলতে পারেন এই শাড়ি।

তসর সিল্কের শাড়ি

ছোটখাটো পার্টিতে পরার জন্য তসর সিল্কের শাড়ি বাছতে পারেন। এটা বুনো সিল্কওয়ার্মের কুকুন্স থেকে তৈরি করা হয়।

মাইসোর সিল্ক

এই শাড়ি পিওর সিল্ক দিয়ে তৈরি করা হয়। দুর্দান্ত বুনন এবং ভরাট কাজ চোখ কাড়বে আপনার।

কাঞ্জিভরম

বিয়েবাড়ি হোক বা সন্ধ্যার কোনও গ্ল্যামারাস অনুষ্ঠান, তাতে এই শাড়ি পরলে সবার নজর আপনার দিকেই যাবে।

মুগা সিল্ক বা অসম সিল্ক

মুগা সিল্কওয়ার্ম দিয়ে তৈরি হয় বলে এমন নাম। হাতে বোনা হয় এই শাড়ি। ছোট ছোট মোটিফ থাকে গোটা শাড়ি জুড়ে।

More Amazing Contents, Swipe Up ↑