'সত্যান্বেষী' ব্যোমকেশ হয়ে ধরা দেবেন দেব

BENGALBYTE.IN

‘ব্যোমকেশ’ নিয়ে খেলা টলিউডে নতুন নয়।

দেড় দশকে টলিউডে প্রায় হাফ ডজন ব্যোমকেশের দেখা মিলেছে।

রুপোলি পর্দায় ব্যোমকেশের সফর শুরু হয় সেই উত্তম কুমারের জমানায়

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট এক আকর্ষণীয় চরিত্র এই সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী

বড় পর্দা, ওটিটি প্ল্যাটফর্ম, এমনকি ছোট পর্দাতেও ব্যোমকেশ হিসাবে ধরা দিয়েছেন অনেকে।

যিশু , আবির , পরমব্রত , সুজয় ঘোষ, অনির্বাণ , গৌরব চট্টোপাধ্যায় সহ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত বলিউডে ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’ হয়ে ধরা দিয়েছিলেন।

এবার রুপোলি পর্দায় 'সত্যান্বেষী' ব্যোমকেশ হয়ে ধরা দেবেন দেব।

এখন অপেক্ষা প্রযোজক-অভিনেতা দেবের তরফে ছবির কাস্ট আর ক্রু-র নাম ঘোষণার।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘দুর্গ রহস্য’-এর জট পর্দায় খুলবেন দেব।

কিন্তু এখনও ছবির পরিচালক ও সহ অভিনেত্রী কে হবেন তা নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয় নি।

More Amazing Contents, Swipe Up ↑