পরমব্রত চট্টোপাধ্যায়; টলিউড, বলিউড , হলিউডে ও

BENGALBYTE.IN

পরিচালকদের প্রথম পছন্দ পরম

বাংলা প্রথম সারির সমস্ত পরিচালকের প্রথম পছন্দ পরমব্রত চট্টোপাধ্যায়। দর্শকমহলেও পরমের জনপ্রিয়তা তুঙ্গে।

জন্মলগ্ন

২৭শে জুন ১৯৮০ সালে কলকাতার এক সংস্কৃতি মনস্ক পরিবারে জন্ম হয় পরমব্রত চট্টোপাধ্যায়ের।

ঋত্বিক ঘটক যাঁর দাদু

প্রবাদপ্রতীম পরিচালক ঋত্বিক ঘটক পরমব্রতর দাদু হন এবং সাহিত্যিক মহাশ্বতা দেবী সম্পর্কে পরমব্রতের দিদা হন।

লেখাপড়া

কলকাতার পাঠভবন থেকে স্কুল শিক্ষা শেষ করে  ইংরাজী সাহিত্য নিয়ে তিনি যাদবপুর থেকে মাস্টার ডিগ্রী অর্জন করেন।

চলচ্চিত্র নিয়ে অধ্যয়ন

সিনেমায় অভিনেতা হিসেবে যোগদান করার পরে অভিনেতা ইউকে-র ব্রিস্টল থেকে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেন এবং বেশ কিছু ছবি পরিচালনা করেন।

তোপসে চরিত্রে হিট পরম

সন্দীপ রায়ের বোম্বাইয়ের বোম্বেটে ছবিতে তোপসের ভূমিকায় অভিনয় করে  সকলের নজরে আসেন তিনি

অসাধারণ অভিনয়শৈলী

সৃজিত মুখার্জীর চতুষ্কোণ, কৌশিক গাঙ্গুলির বাস্তুশাপ, সিনেমাওয়ালা ইত্যাদি ছবিতে তিনি বিশ্বমানের অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দেন।

পরিচালক হিসেবে পরম

পরিচালক পরমব্রত অভিনেতা পরমব্রতর মত সফল নয়। জিয়ো কাকা ছবি দিয়ে তার পরিচালনা শুরু। রাহুল, রুদ্রনীল, ঋতুপর্ণারকে নিয়ে তৈরী এই ছবি বক্স-অফিসে তেমন সাড়া ফেলতে পারে নি।

ওয়ার্কশপ প্রোডাকশান প্রাইভেট লিমিটেড

অভিনেতা বন্ধু রুদ্রনীল ঘোষ ও পরমব্রত দুজন মিলে ২০১১ সালে ওয়ার্কশপ প্রোডাকশান প্রাইভেট লিমিটেড নামে একটি প্রযোজনা সংস্থা স্থাপন করেন

বলিউডে পরম

সুজয় ঘোষের, 'কাহানী' ছবিতে ইন্সপেক্টর রানার চরিত্রে অভিনয় করে তিনি বলিউডে প্রবেশ করেন এবং সকলের নজরে আসেন।

হলিউডে পরম

২০১৪ সালে অস্কার জয়ী পরিচালক জেফ্রী ডি ব্রাউনের SOLD ছবিতে অভিনইয়ের মাধ্যমে তিনি হলিউড ছবিতে প্রবেশ করেন।

More Amazing Contents, Swipe Up ↑