অনির্বাণ ভট্টাচার্য~ কিছু কথা কিছু ছবি

BENGALBYTE.IN

গোটা বাংলার ক্রাশ

মেদিনীপুরের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে অনির্বাণ আজ গোটা বাংলার ক্রাশ

দর্শকমহলে অত্যন্ত সুপরিচিত

দর্শকমহলে অত্যন্ত সুপরিচিত এই নামী অভিনেতা একইসঙ্গে অগণিত মহিলার হার্টথ্রব ।

থিয়েটারের প্রতি টান

থিয়েটারের প্রতি টান থেকেই কলকাতায় আসেন তিনি এবং  তারপর ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে সেই সুযোগ হাতছাড়া করেননি।

সবেতেই সুপারহিট অনির্বাণ

একাধারে থিয়েটার, সিনেমা, ওয়েব সিরিজ, সবেতেই সুপারহিট অনির্বাণ ভট্টাচার্য।

তার মিষ্টি হাসি মনভোলানো

অভিনয় তো বটেই, তার মিষ্টি হাসি আর চেহারার উপর ক্রাশ রয়েছে মহিলা ফ্যানেদের

কলেজ থেকেই শুরু

কলেজে পড়ার সময় থেকেই থিয়েটারে কাজ করতে শুরু করেছিলেন সুদর্শন এই অভিনেতা।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড

শাশ্বত চ্যাটার্জির ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয় করে তিনি দারুণভাবে সাড়া জাগান দর্শক মহলে।  এই ছবি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এনে দেয় অনির্বাণ কে

সিনেমা ছেড়ে নাটকে পরিচালনা করতে ইচ্ছুক

তবে আজও সিনেমার তুলনায় নাটকের প্রতি তার আগ্রহ বেশি। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ভবিষ্যতে পরিচালনার সুযোগ পেলে সিনেমা ছেড়ে নাটকের পরিচালনা করবেন।

More Amazing Contents, Swipe Up ↑