নোরার সঙ্গে ‘বিশেষ’ সম্পর্ক গড়ে উঠছে আরিয়ানের!

BENGALBYTE.IN

দুবাইতে আরিয়ানের নিউ ইয়ার পার্টিতে নাকি আমন্ত্রিত ছিলেন নোরা।

সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হয়েছে। সেখানে এক মহিলার সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে আরিয়ানকে। আবার সেই মহিলাকেই দেখা গিয়েছে নোরার পাশে একই জায়গায়।

ছবিগুলোর ভিত্তিতেই দাবি উঠছে, নোরা ও আরিয়ানের বিশেষ সম্পর্ক নিয়ে

আরিয়ানের ব্যক্তিগত জীবন নিয়েও কম কৌতূহল নেই আমজনতার। বলিউড বাদশার জ্যেষ্ঠ সন্তান বলে কথা।

গুঞ্জন নিয়ে একদলের প্রশ্ন:

নিজের থেকে ঢের বড় একজন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ালেন কীভাবে আরিয়ান?

অনেকে বলছেন -

আরিয়ান এবং শাহরুখের ভাবমূর্তি নষ্ট করার জন্য নোরার সাথে বিশেষ সম্পর্কের গুঞ্জন ছড়ানো হচ্ছে বলে দাবি তাদের।

ফের নতুন করে প্রেমে পড়েছেন শাহরুখপুত্র

বলিউডের অন্দরে নোরা এবং আরিয়ানকে নিয়ে কানাঘুষো ক্রমশ বাড়ছে। সম্প্রতি এক রেডিট ব্যবহারকারী আরিয়ান এবং নোরাকে নিয়ে একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। এরপর থেকেই জল্পনা আরও বাড়তে শুরু করেছে।

More Amazing Contents, Swipe Up ↑