৫ উপায়ে কম হবে টিকটিকির উপদ্রব

BENGALBYTE.IN

গোলমরিচ গুঁড়ো

যেখানে টিকটিকির আনাগোনা বেশি সেখানে জলের মধ্যে গোলমরিচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে একটি স্প্রে বোতলে সাহায্যে চারিদিকে স্প্রে করে দিন

রসুন

কয়েক কোয়া রসুন দিয়ে ভালো করে থেঁতো করে জলের মধ্যে গুলে নিয়ে স্প্রে বোতলের সাহায্যে স্প্রে করে দিন ।

কর্পূর

কর্পূর ঘরের কোনায় কোনায় ছড়িয়ে দিলে, কপূরের উগ্র গন্ধে টিকটিকির দেখা পাবেন না।

কেরোসিন

ঘর, বারান্দা, মেঝের কোনা কোনা কেরোসিন দিয়ে ভালো করে মুছে নিতে পারেন

ময়ূরের পালক

অনেকেই মনে করেন, যে দেওয়ালে ময়ূরের পালক লাগালে টিকটিকি চলে যায়।

More Amazing Contents, Swipe Up ↑