বিদায় নিচ্ছে "লক্ষ্মী কাকিমা সুপারস্টার"

BENGALBYTE.IN

বন্ধ হয়ে যেতে চলেছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার

বছর শেষে জি বাংলার দর্শকদের জন্য এ যেন এক বড়সড় ধাক্কার মত।

দশ মাসের মাথাতেই গল্প অসমাপ্ত রেখে বিদায় নিচ্ছে লক্ষ্মী কাকিমা।

এই বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'।

এই সিরিয়ালের হাত ধরে বাংলা টেলিভিশনের পর্দায় ফিরে এসেছিলেন অপরাজিতা আঢ্য।

১৪ ই ফেব্রুয়ারি থেকে অপরাজিতা এবং দেবশঙ্কর হালদারকে নিয়ে ভিন্ন স্বাদের গল্প নিয়ে শুরু হয়েছিল উক্ত সিরিয়াল।

এক সাক্ষাৎকারে ‘লক্ষ্মী কাকিমা’ অপরাজিতা বলেন :

তিনি সিরিয়ালে আগে অভিনয় করেছেন তখন এক একটি সিরিয়াল ২ বছর ধরে চলত। তবে এখন সবকিছুই বদলে গিয়েছে।

লক্ষ্মী কাকিমার এমন অকাল পরিণতিতে মোটেই খুশি নন অপরাজিতা।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে, আগামী ৩১শে ডিসেম্বর এই সিরিয়ালের শেষ শুটিং হতে চলেছে।

More Amazing Contents, Swipe Up ↑