কোল্ড ড্রিংক খেয়ে কি কি ক্ষতি হচ্ছে জেনে নিন !

BENGALBYTE.IN

অকাল বার্ধক্যের সম্ভাবনা বেড়ে যায়

কোল্ড ড্রিংক খেলে অকাল বার্ধক্যের সম্ভাবনা বেড়ে যায়। পাশাপাশি মানুষের মনে হিংস্রতার প্রবণতা বেড়ে উঠে ।

৩০০ মিলি কোল্ড ড্রিংকে প্রায় ৪০ গ্রাম চিনি

কোল্ড ড্রিংকে প্রচুর পরিমাণে চিনি ব্যাবহার করা হয়। এই অতিরিক্ত চিনি খেলে শরীরে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেয়।

মারাত্মক রোগ

প্রতিদিন কোল্ড ড্রিংক পান করলে অজান্তেই ডায়াবেটিস, আলসার, এবং হার্টএটাক এর মতো মারাত্মক রোগ হতে পারে।

রক্ত চাপ বাড়িয়ে দেয়

কোল্ড ড্রিংকে একধরণের সোডা থাকে যা হজমে সাহায্য করে। তবে এটি শরীরে রক্ত চাপ বাড়িয়ে দেয়। যার ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

হাড় ও মাংসপেশি দুর্বল করে

কোল্ড ড্রিংকে থাকা ফসফরিক এসিডের কারণে শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এবং জিংক এর মতো খনিজ পদার্থ কমতে থাকে, ফলে হাড় ও মাংসপেশি দুর্বল হয়ে যায়।

More Amazing Contents, Swipe Up ↑