পুজোর আগে নিন চুলের যত্ন

BENGALBYTE.IN

চুলের জেল্লা ফেরাতে ভিটামিন ই ক্যাপসুল।

স্নানের সময় চুল ধুয়ে নিয়ে বেশ কয়েকটা ভিটামিন ই ক্যাপসুল কেটে, ভিতরের তরল ভাল করে চুলে মেখে নিন। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন।

খুশকির সমস্যা

যাদের খুশকির সমস্যা রয়েছে, তারা দিনের বেলায় চুলে তেল দিয়ে কিছুক্ষণ রেখে অবশ্যই শ্যাম্পু করে নিন।

নানা উপকারী জিনিস তেলের সঙ্গে ফুটিয়ে লাগানো উচিত নয়

অনেকে তেলের সঙ্গে নানা উপকারী জিনিস যেমন মেথি, ইত্যাদি ফুটিয়ে সেই তেল চুলে লাগান। কিন্তু এতে অনেক সময় অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে।

গরম তেল স্কাল্পে ম্যাসাজ করবেন না।

তেল গরম করে স্কাল্পে ম্যাসাজ করবেন না। এতে চুলের গোড়া নরম হয়। চুল পড়া বেড়ে যায়।

শ্যাম্পু করার দিন চুলে তেল দিন

শ্যাম্পু করার আগের দিন নয়। বরং শ্যাম্পু করার দিন সকালবেলা চুলে তেল দিন। একঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। এতেই চুল ভাল থাকবে।

More Amazing Contents, Swipe Up ↑