জেনে রাখুন কোলন ক্যান্সারের লক্ষণ ও কারণ

BENGALBYTE.IN

খারাপ খাদ্যাভ্যাস হল কোলন ক্যান্সারের কারণ।

এর প্রভাবে হজমে সমস্যা দেখা দিলে তা কোলন ক্যান্সারের লক্ষণ হতে পারে।

জাঙ্ক ফুড:

ভাজাভুজি যেমন সিঙারা-কচুরি, ফাস্ট ফুড, পিৎজা, বার্গার থেকেও হতে পারে ক্যান্সার।

অস্বাস্থ্যকর অভ্যাস:

অ্যালকোহল এবং ধূমপানও কোলন ক্যান্সারের অন্যতম কারণ।

অত্যধিক স্টার্চ থেকে হতে পারে কোলন ক্যান্সার।

উচ্চ স্টার্চযুক্ত খাবারও হয়ে উঠতে পারে ক্যান্সারের কারণ।

পেটে জ্বালাপোড়া ও ব্যথাও এই ক্যান্সারের লক্ষণ।

মলত্যাগের সময় যদি রক্ত ​​বের হয়, তাহলে সেটিও পাকস্থলীর ক্যান্সারের লক্ষণ হতে পারে।

প্রক্রিয়াজাত খাবার

বেশি মাংস এবং প্রক্রিয়াজাত খাবার খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে

More Amazing Contents, Swipe Up ↑