BENGALBYTE.IN
নিজের প্রজ্ঞা, সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং প্রতিভা দিয়েই বলিউডে ঝড় তুলছেন নবাবজাদি সারা।
সিনেমাটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করলেও অভিনয়ের প্রশংসা পান সারা।
বলিউডে সারার দ্বিতীয় ছবি তাঁকে তুমুল জনপ্রিয় করে তোলে।
তাঁদের ১৩ বছরের বয়সের ব্যবধান ছিল। সাইফ-অমৃতার ঘরে দুই সন্তান সারা ও ইব্রাহিম।
সাইফ ও অমৃতার সন্তানরা তাদের মায়ের সাথে থাকতে শুরু করে এবং ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ।
বললেন, ’যে ঘরে মানুষ সুখী নয়, সেখানে থাকাটা ঠিক না।'
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑