রাখী বাঁধার কিছু প্রচলিত নিয়ম জেনে নিন

BENGALBYTE.IN

ভাই- বোনের সম্পর্ক

ভাই এর দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করে তাদের কব্জিতে রাখী বেঁধে দেয় বোনেরা।

রাখী বাঁধার কিছু প্রচলিত নিয়ম

রাখী বাঁধার সময় দাদার মাথায় রুমাল বেঁধে ঢেকে দেওয়া হয়। কপালে একটি তিলক কেটে তাতে চাল লাগিয়ে দাদা বা ভাইয়ের ডান হাতে রাখী বেঁধে দেওয়া হয়।

তিনটি গিঁট দিতে হয়

শাস্ত্র মতে তিনটি গিঁট দিতে হয় যা অর্থ বহন করে। কি কি তা জেনে নেওয়া যাক।

দীর্ঘ আয়ু

প্রথম গিঁট টি দেওয়া হয় ভাইয়ের দীর্ঘ আয়ু কামনায়।

বোনের দীর্ঘায়ু

দ্বিতীয় গিঁট টি দেওয়া হয় বোনের দীর্ঘায়ু কামনায়।

সম্পর্ক চিরস্থায়ী হওয়ার কামনায়

তৃতীয় গিঁট টি দেওয়া হয় ভাই ও বোনের সম্পর্ক যাতে চিরস্থায়ী হয় সেই কামনায়।

More Amazing Contents, Swipe Up ↑