ক্যাটরিনাকে ভালোবেসে কী নামে ডাকেন ভিকি!

BENGALBYTE.IN

অনুরাগীদের আগ্রহ

ক্যাটরিনাকে ভালোবেসে স্বামী ভিকি কী নামে ডাকেন! তা জানার জন্য অনুরাগীদের আগ্রহের কমতি নেই।

স্বামীর ডাকা আদরের নাম !

আদর করে স্বামী কি ডাকেন তা সকলের সামনে প্রকাশ করলেন ভিকিপত্নী। তিনি জানান যে ভিকি ভালোবেসে ‘প্যানিক বাটন’ নামে ডাকেন।

বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।

২০২১ এর ডিসেম্বরে বিয়ের পর থেকেই বেশ খোশ মেজাজে সংসার করছেন নায়ক-নায়িকা।

এমন নাম দেওয়ার কারণ!

'প্যানিক বাটন' ডাকার কারণ হিসেবে নায়িকা বলেন যে, বিভিন্ন কারণে তার প্যানিক করার অভ্যাস রয়েছে, তাই স্বামী এই নাম রেখেছেন।

নতুন ছবির প্ররোচনা

সম্প্রতি ক্যাটরিনা তার সহ অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খট্টর এর সাথে ‘ফোন ভূত’ ছবির প্রচারণার সময় স্বামীর কে নিয়ে এই গোপন তথ্য ফাঁস করেন।

More Amazing Contents, Swipe Up ↑