ত্বকের জেল্লা ফেরাতে আদর্শ হতে পারে গ্রিন টি ফেসপ্যাক!

BENGALBYTE.IN

দুর্গোৎসবের রেশ এখনো পুরোপুরি কাটে নি।

তবুও এক উৎসবের ক্লান্তি আরেক উৎসবে নিয়ে যাওয়ার কোনও মানে নেই। দীপাবলিতে আপনার ত্বককে নতুন করে সাজিয়ে তুলুন।

গ্রীন টি: ক্লিনজার হিসেবে ব্যবহার করুন

দু’ চামচ গ্রিন টি-র লিকার নিয়ে তাতে এক চামচ মধু মিশিয়ে সেটা মুখে লাগিয়ে নিন। মিনিট পাঁচেক রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

টোনার হিসাবে ব্যবহার করতে পারেন

অনেকটা গ্রিন টি বানিয়ে, একটি কাঁচের শিশিতে ভরে রেখে দিন। বাইরে কোথাও গেলে সেখান থেকে ফিরে বা রাতে ঘুমনোর আগে এই টোনার ব্যবহার করতে পারেন।

স্ক্রাবার হিসেবেও ব্যবহার করতে পারবেন

এক চা চামচ গ্রিন টি-র পাতা নিয়ে ফেসওয়াশ এর সাথে সারা মুখে হালকা হাতে ঘষে নিন। মিনিট তিনেক পুরো মুখে ঘষার পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

গ্রিন টি ফেসপ্যাক হিসাবেও ব্যবহার করা যায়

গ্রিন টি-র একটি ব্যাগ গরম জলে রেখে দিন, জল ঠান্ডা হলে ব্যাগটি কেটে পাতাগুলি একটি কাঁচের পাত্রে নিয়ে তাতে এক চামচ বেকিং সোডা, এক চা চামচ মধু, কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল ও অ্যালোভেরা জেল নিয়ে মিশিয়ে নিন। এর ব্যবহারে ত্বকে জেল্লা আসবে।

More Amazing Contents, Swipe Up ↑