BENGALBYTE.IN
বলিউডেই এমন বহু নায়িকা রয়েছেন যাদের জন্ম হয়েছে রাজ পরিবারে। যারা শুধুমাত্র নিজের স্বপ্নপূরণ করার জন্য অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন।
সলমন খানের ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান নায়িকা ভাগ্যশ্রী। তবে তিনি বাস্তবের রাজকুমারী। মহারাষ্ট্রের সাংলির রাজপরিবারে জন্ম এই সুন্দরী অভিনেত্রীর।
বলিউডের সুন্দরী অভিনেত্রীর ঠাকুরদা রামেশ্বর রাও ওয়ানাপর্থী রাজ্যের নেতা ছিলেন, এবং দাদু মহম্মদ সালেহ আকবর হায়দারি, সেক্ষেত্রে দেখতে গেলে তিনিও রাজকন্যা ।
শর্মিলা ঠাকুর এবং মনসুর আলি খান পটৌডির কন্যা সোহা। বলিপাড়ার এই সুন্দরী অভিনেত্রীর জন্ম নবাব পরিবারে হয়েছে। তাঁর ঠাকুরদা ছিলেন পটৌডির নবাব।
বলিউডের সুন্দরী অভিনেত্রী সোনলের জন্ম উত্তর প্রদেশের শাহি রাজপুত পরিবারে হয়েছিল।
টলিউড এবং বলিউডের অত্যন্ত পরিচিত মুখ হলেন রিয়া এবং রাইমা। মুনমুন সেনের এই দুই কন্যার ঠাকুরমা ছিলেন বরোদার রাজার মেয়ে। অপরদিকে রিয়া-রাইমার দিদিমা ছিলেন কোচবিহারের রাজকুমারী।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑