BENGALBYTE.IN
২০২১-এর অক্টোবরের সেই অভিশপ্ত দিনটিতে শাহরুখ পুত্র আরিয়ানকে তুলে নেওয়া হয়েছিল মুম্বাইয়ের প্রমোদতরী থাকে এবং সঙ্গে তাঁর সঙ্গীদেরও । গোটা দেশের কাছে তারা হয়ে উঠেছিল নিন্দনীয়।
আরিয়ান প্রায় এক মাস হাজতবাস করে অবশেষে জামিনে ছাড়া পেয়েছিলেন
বছর ঘুরতে এনসিবি সূত্র জানা যায় , নাম জড়ালেও মাদক পাচার-কাণ্ডে সেইভাবে কোনো হাত ছিল না শাহরুখ-পুত্রের এবং ফলস্বরূপ এনসিবির পেশ করা চার্জশিটে আরিয়ানকে বেকসুর খালাস ঘোষণা করা হয় ।
শুরু হয়ে যায় নতুন শোরগোল। আর প্রকাশ্যে চলে আসে আরিয়ানের এক অতীত-অভ্যাসের কথা
২০১৮ সালে যখন শাহরুখ পুত্র আমেরিকায় পড়তে গিয়েছিলেন। সেখানে রাতে ঘুম না আসার কারণে স্থানীয় এক সরবরাহকারীর সাহায্য নিয়ে তিনি গাঁজা জোগাড় করে ফেলতেন।
আরিয়ান এ কথাও দাবি করেছেন যে তিনি ইন্টারনেটে অনুসন্ধান করে জেনেছিলেন যে ঘুম না এলে এই পন্থা নেওয়া যেতে পারে আর এই বিষয় নিয়ে অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট ও প্রকাশ্যে এসেছিল
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑