ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক কপিল শর্মা

BENGALBYTE.IN

গোটা দেশকে হাসাতে ভালবাসেন কপিল

টিভির পর্দায় তাঁর মজার কীর্তিকলাপ দেখে পেটে খিল ধরে যায় দর্শকদের।

এই কপিলই নাকি চূড়ান্ত অবসাদে ভুগছিলেন।

এমনকী আত্মহত্যার চিন্তাও মাথায় এসেছিল তাঁর!

সম্প্রতি নিজের আপকামিং ছবি ‘জিগাটো’র প্রচারে বেরিয়ে নিজের কঠিন সময়ের কথা তুলে ধরেন তিনি।

তাঁর চওড়া হাসির আড়ালে যে এত যন্ত্রণা, অবসাদ লুকিয়ে রয়েছে, তা অনেকেরই অজানা ছিল ।

জনপ্রিয় কমেডিয়ান বলেন,

“সারাদিন মানুষের মনোরঞ্জন করেন। কিন্তু বাড়ি ফিরে আপনি একা। দুই কামরার ফ্ল্যাটের মধ্যেই মুখ বুজে থাকতে হয়। অন্ধকার যেন গিলতে আসে। সেই সময় আত্মহত্যার কথাও মাথায় এসেছিল।”

কপিলের দাবি,

জনপ্রিয়তার শিখরে পৌঁছেই শুধু নয়, ছোটবেলাতেও বিষণ্ণতা গ্রাস করেছিল তাঁকে। তবে এমন পরিস্থিতি অনেক কিছু শিখিয়ে দেয়। পরিবেশ-পরিস্থিতিকে আরও ভালভাবে বুঝতে শেখায়

More Amazing Contents, Swipe Up ↑