BENGALBYTE.IN
ভোরে ঠান্ডা। তো বেলা বাড়তেই গরম। আবার সন্ধ্যায় বইছে হাওয়া।
সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে খুদে সদস্যরা। চিকিৎসকদের পরিভাষায় অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন বা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসে ভুগছে শিশুরা।
তিন দিনের বেশি জ্বর, বমি, দ্রুত শ্বাসপ্রশ্বাস নেওয়া, পাতলা পায়খানা উপসর্গগুলি দেখলে বাড়িতে কড়া নজরদারিতে রেখে শিশুর যত্ন নিন।
পাতলা পায়খানা হলে শিশুকে ওআরএস খাওয়ান।
ওষুধ খাওয়ার পরেও জ্বর না কমলে গা মুছিয়ে দিতে হবে।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑