খুশির খবরে উচ্ছ্বসিত জ্যাকলিন

BENGALBYTE.IN

সময়টা খারাপই যাচ্ছিল জ্যাকলিন ফার্নান্দেজের।

২০০ কোটি রুপি পাচারের মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ফেঁসে যাওয়া জ্যাকুলিন এখন জামিনে মুক্ত রয়েছেন।

জ্যাকলিন ইন্সটাগ্রামে সুখবরটি প্রকাশ করেছেন:

লিখেছেন, “ভাষা হারিয়ে ফেলেছি। অস্কারে মনোনীত হওয়ায় ডায়ান ওয়ারেন ও সোফিয়া কারসনকে অভিনন্দন জানাচ্ছি।"

অস্কারের ৯৫তম আসরে মনোনয়ন তালিকা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে

এই তালিকায় রয়েছে অভিনেত্রী জ্যাকলিনের খুশির কারণ।

‘অ্যাপলাউজ’

মনোনয়ন তালিকায় সেরা গানের মধ্যে নাম উঠেছে ‘টেল ইট লাইক আ ওম্যান’ সিনেমার ‘অ্যাপলাউজ’ গানটিও।

‘টেল ইট লাইক আ ওম্যান’ এ দিব্যা চরিত্রে অভিনয় করেছেন জ্যাকলিন।

লীনা যাদব পরিচালিত নারীদের ক্ষমতায়ন এবং অনুপ্রেরণামূলক গল্প ‘টেল ইট অল লাইক এ ওম্যান’ এর গানটি গেয়েছেন ডায়ান ওয়ারেন।

More Amazing Contents, Swipe Up ↑