স্নানের জলই ত্বকের শুষ্কভাব দূর হবে, জানুন কিভাবে।

BENGALBYTE.IN

স্নান সেরে বেরোলে চামড়ায় টান ধরে?

গরম জলের অভ্যাসই শুষ্ক ত্বকের জন্য দায়ী।

শীতের সবচেয়ে বড় সমস্যা হল শুষ্ক ত্বক।

সাধারণত এই শুষ্ক ত্বকের সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য বাজারচলতি বডি লোশন, ময়েশ্চারাইজারের উপর ভরসা রাখেন বেশিরভাগ মানুষ।

শীতে গরম জল দিয়ে স্নান করলে কি সমস্যা হয় !

গরম জলে স্নান করলে এটি আপনার ত্বকের যে প্রাকৃতিক তেল থাকে, তা নষ্ট করে দেয়।

শুষ্ক ত্বকের সমস্যা দূর করার উপায় লুকিয়ে আছে স্নানের জলেই।

স্নানের জলে মিশিয়ে নিন অলিভ অয়েল, নারকেল তেল এবং বাদাম তেল। এই তেলগুলো ত্বকের আর্দ্রতা বজায় রাখার ক্ষেত্রে দারুণ উপযোগী।

অলিভ অয়েল, নারকেল তেল এবং বাদাম তেল—এই তিনটে তেলই ভিটামিন ই সমৃদ্ধ।

ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা করে এই ভিটামিন।ত্বকের ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে এই ভিটামিন।

More Amazing Contents, Swipe Up ↑