প্রিয়াঙ্কা চোপড়ার দ্বিতীয় সন্তান ???

BENGALBYTE.IN

২০২২ এ মা হওয়ার প্রথম সুখবর

চলতি বছর অর্থাৎ  ২০২২ এ সবাইকে চমকে দিয়ে মা হওয়ার কথা প্রকাশ্যে এনেছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া 

সারোহেসি পেরেন্ট

সারোগেসির মাধ্যমে তাঁর এবং নিক জোনাসের জীবনে কন্যা সন্তান এসেছে।

সন্তানকে আগলে রেখেছেন প্রিয়াঙ্কা

সন্তানের ছবি তো দূরের কথা, সন্তানের নাম কী রাখলেন তা প্রথমে জানাননি নিয়াঙ্কা জুটি। কড়া সতর্কতার মধ্যে সন্তানকে আগলে রেখেছে প্রিয়াঙ্কা চোপড়া।

মেয়ের নাম মালতী মারি চোপড়া জোনাস

নেটিজেনদের সব জল্পনার অবসান ঘটিয়ে নাম প্রকাশ করা হলো নিক~ প্রিয়াঙ্কার সন্তানের। একরত্তি সেই মেয়েটির নাম মালতী মারি চোপড়া জোনাস।

পোজ দিয়েছে একরত্তিও

প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিনের ছবিতে দেখা গেছে, নিক-প্রিয়ঙ্কার সঙ্গে ক্যামেরায় পোজ দিয়েছেন তাঁদের কন্যা সন্তান মালতী মারি ও। যদিও মেয়ের মুখ ভালোবাসার ইমোজি দিয়ে ঢেকে দেন অভিনেত্রী।

এবার কি দ্বিতীয় সন্তানের সুখবর ?

সম্প্রতি শোনা যাচ্ছে  প্রথম সন্তানের পর এবং দ্বিতীয় সন্তান আসতে চলেছে তাঁদের জীবনে। 

প্রস্তুতি এখন তুঙ্গে

প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস দুজনেই নিজেদের নিজেদের জীবনে ভাইবোনের অস্তিত্বের প্রাধান্য দিয়ে থাকেন। তাই নিজেদের কন্যা মালতী মারির জন্যও তাঁরা এখনই ভাই কিংবা বোন নিয়ে আসার প্রস্তুতি নিতে চলেছেন।

দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কি সারোগেসি ?

দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও প্রিয়াঙ্কা~ নিক সারোগেসির মাধ্যমকেই বেছে নিতে পারেন এমনটাই  জানা যাচ্ছে। যদিও দুজনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই প্রসঙ্গে অফিসিয়ালি  কিছু জানা যায়নি

More Amazing Contents, Swipe Up ↑