আজমেরি হক বাঁধন ~আত্মবিশ্বাস-এর আরেক নাম

BENGALBYTE.IN

লড়াইয়ের অন্য নাম বাঁধন

চিকিৎসক, সফল অভিনেত্রী, একা মা, এককথায় লড়াইয়ের অন্য নাম বাঁধন

পেশাদার দন্তচিকিৎসক

বয়স ৩৭। জন্ম বাংলাদেশের মুন্সীগঞ্জে। বাঁধন একজন পেশাদার দন্তচিকিৎসক। বাংলাদেশের ডেন্টাল কলেজ থেকে বিডিএস পাস করেছিলেন।

অভিনয়ে পা

গ্ল্যামার জগতের ডাক এড়াতে না পেরে ২০০৬ সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন। সেখানে প্রথম রানার আপ হয়ে  মডেলিং এ আসা এবং সেখান থেকেই অভিনয়ে পা রাখা।

বিবাহ বিচ্ছেদ

২০১০ সালে প্রথম সিনেমায় অভিনয় করেন বাঁধন। ওই বছরই বিয়েও করেন। স্বামী মসরুর হোসেন সিদ্দিকি সনেট বয়সে অনেকটাই বড় তাঁর থেকে। চার বছর পর বিচ্ছেদ হয় দু’জনের।

একা মা ~বাঁধন

মেয়ে সায়রা এখন তাঁর সঙ্গেই থাকেন। বাঁধন একা-মা। আপাতত অভিনয় আর মেয়েকে নিয়েই তাঁর জগৎ।

ওয়েব সিরিজে অভিনয়

বাঁধনকে এবার দেখা যাবে  সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এ পার বাংলার একটি ওয়েবসিরিজে ; নাম ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি।ছবির মূল চরিত্রে আছেন রাহুল বসু, অনির্বাণ ভট্টাচার্য, অঞ্জন দত্তের মতো অভিনেতা ও মুখ্য চরিত্রে দেখা যাবে বাঁধনকে।

More Amazing Contents, Swipe Up ↑