হার্ট অ্যাটাক হলে প্রথমেই কী করবেন 

BENGALBYTE.IN

নিজে আক্রান্ত হলে 

হঠাৎ হার্ট অ্যাটাক হলে ভয় না পেয়ে দ্রুত জোরে ও ঘন ঘন কাশি দিন, প্রতিবার কাশার আগে দীর্ঘশ্বাস নিন।  এর ফলে আপনার হৃৎপিণ্ড কিছুটা হলেও নিয়মিতভাবে রক্ত সঞ্চালন করবে।

অন্য কেউ আক্রান্ত হলে

আক্রান্তকে ঝিমিয়ে পড়তে দেবেন না;  তার সঙ্গে  অনবরত  কথা বলতে থাকুন।

গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিন

হাতের সামনে   গ্যাস্ট্রিকের ট্যাবলেট থাকলে সেটি   দিন রোগীকে

রোগীর মাথা উঁচু অবস্থায় রাখুন

রোগীর মাথাটি ৩০-৪৫ ডিগ্রি উঁচু করে শুইয়ে রাখুন, যাতে তার  সহজভাবে শ্বাস নিতে পারে।

পালমোনারি রিসালিটেশন বা সিপিআর পদ্ধতি প্রয়োগ করুন

রোগীকে শুইয়ে দিন এবং দুই হাতের তালু পরস্পর ইন্টারলক করে কার্ডিয়াক পালমোনারি রিসালিটেশন বা সিপিআর পদ্ধতিতে পুরো শরীরের ভর দিয়ে  আক্রান্তের  বুকের ঠিক মাঝখানে পাম্প করুন।

আক্রান্তের মুখে দম দিন

আক্রান্তের  মুখে মুখে দম দিন ও নিন। এভাবে ১৬-১৮ সেকেন্ডের মধ্যে ৩০ বার পাম্প করুন।

রোগীর নাক বন্ধ করে থুতনি উঁচু করে ধরুন

রোগীর নাক বন্ধ করে থুতনি উঁচু করে ধরুন। আবার বুকে পাম্প করুন। পুরো সাইকেলটা কমপক্ষে পাঁচবার করতে হবে।

অ্যাসপিরিন দিন

হঠাৎ করে  হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তিকে    অ্যাসপিরিন ৩০০ মি.গ্রা. ট্যাবলেট কিনে সরাসরি চিবিয়ে খেয়ে ফেলতে বলুন। অ্যাসপিরিন হার্ট অ্যাটাকে ৩০ শতাংশ মৃত্যু ঝুঁকি কমাতে পারে। অন্যান্য   অসুখ থাকলেও অ্যাসপিরিন খেলে কোনো ক্ষতি নেই।

যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান

প্রাথমিক ফার্স্ট এড এর পর যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে  নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

More Amazing Contents, Swipe Up ↑