BENGALBYTE.IN
ইমরান হাসমির সম্পূর্ণ নাম সৈয়দ ইমরান আনোয়ার হাশমী
ইমরান হাশমীর অভিনয় জীবনের শুরু হয় ফুটপাথ (২০০৩) ছবির মাধ্যমে
ইমরান হাসমি পর্দায় যতটা খোলামেলা, ততটাই গোপন তাঁর ব্যক্তিগত জীবন।
প্রায় সাড়ে ৬ বছর সম্পর্কে থাকার পর প্রেমিকা পরভীন সাহানিকে ২০০৬ সালে বিয়ে করেন ইমরান হাসমি।
২০১০ সালে পরভীন ও ইমরানের ছেলে আয়ানের জন্ম হয়। জন্মের চার বছর পর অভিনেতার ছোট্ট ছেলের ক্যানসার ধরা পড়ে,তবে প্রথম অবস্থায় ধরা পড়ায় দ্রুত চিকিৎসা দ্বারা সুস্থ করা সম্ভব হয়।
'The Kiss of Life' নামে তাঁর আত্মজীবনী পেংগুইন প্রকাশনী হতে বই আকারে প্রকাশিত হয় ২০১৬ সালে। যেখানে অভিনেতা ছেলের ক্যানসার যুদ্ধের নানা ঘটনা বর্ণনা করেন।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑