দেশপ্রেম এবং স্বাধীনতা দিবস

BENGALBYTE.IN

জয় হিন্দ

যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশব্রতের মহা দীক্ষালোভী সেই মৃত্যুঞ্জয়ীদের চরণচুমি

বন্দে মাতরম

আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী! ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে! তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥

স্বরাজ আমার জন্মগত অধিকার

এই দেশ এই দেশ আমার এই দেশ এই মাটিতেই জন্মেছি মা, জীবন মরণ তোমার স্মরণ তোমার চরণ ধুলি দাও মা। 

স্বাধীনতা দিবসের ঐতিহ্য

তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে,তোমার ওই     শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা ॥ ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা।

পনেরো ই অগাস্টের উন্মাদনা

কত না যুগ ধরে ধরে ছিলে গো মা শিকল পরে, তাকি জানি না, তোমার লাখো লাখো ছেলে দিলো জীবন অবহেলে, তারা রক্ত ঢেলে জন্মভূমির পুণ্যভূমি করছে মা

উঠ গো ভারত লক্ষ্মী

উঠ গো, ভারত লক্ষ্মী! উঠ আজি জগত-জন-পূজ্যা!দুঃখ দৈন সব নাশি’, কর দূরিত ভারত লজ্জা। ছাড়গো, ছাড় শোক-শয্যা, করো সজ্জাপুনঃ কমল-কনক-ধন-ধান্যে!

ও আমার দেশের মাটি

জননি গো, লহ তুলি বক্ষে, সান্ত্বন-বাস দেহ তুলি চক্ষে ; কাঁদিছে তব চরণ তলে, ত্রিংশতি কোটি নরনারী গো

More Amazing Contents, Swipe Up ↑