২১ হাজার কর্মীর চাকরি কেড়ে নিল Facebook

BENGALBYTE.IN

৪ মাসের ব্যবধানে ২১ হাজার কর্মীর চাকরি কাড়ল Facebook

এর পিছনে কি কারণ ! জানালেন জুকারবার্গ

মার্ক জুকারবার্গের সংস্থার তরফে জানানো হয়েছে,

রিক্রুটমেন্ট অর্থাৎ নিয়োগ টিমকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেটা (Meta) আরও জানায়,

শুধু ১০ হাজার কর্মীকে ছাঁটাই-ই করা হচ্ছে, তা নয়। পাশাপাশি যে ৫ হাজার নিয়োগের কথা ভাবা হয়েছিল, সেই প্রক্রিয়াও আপাতত বন্ধই থাকছে।

দেশজুড়ে আর্থিক মন্দার কথা মাথায় রেখেই নাকি খরচ কমাতে চাইছে মেটা।

এপ্রিলের শেষ দিকে টেক গ্রুপ এবং মে মাসের শেষের দিকে বিজনেস বিভাগের কর্মীদের চাকরি যাবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

মেটা কর্ণধার জুকারবার্গ বলেন,

“সিদ্ধান্তটা অত্যন্ত কঠিন। তবে এছাড়া আর কোনও উপায় ছিল না। যারা এই কোম্পানির জন্য নিজের সেরাটা দিয়ে কাজ করেছেন, এর সাফল্যের অংশীদার হয়েছেন, সেই সব প্রতিভাবান সহকর্মীদের আমরা হারাচ্ছি।”

ফেসবুকের পাশাপাশি কর্মীছাঁটাইয়ের পথে হেঁটেছে মাইক্রোসফট, আমাজন, গুগল, টুইটারের মত নামী টেক সংস্থাও।

১১ হাজার ছাঁটাইয়ের মাস চারেক পরই ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত টেকদুনিয়ায় বড় ধাক্কা।

More Amazing Contents, Swipe Up ↑