কিয়ারা আডবাণীর হটেস্ট মেক আপ লুকস্

BENGALBYTE.IN

পড়ে না চোখের পলক 

কিয়ারা জানেন কীভাবে অরেঞ্জ রং  টিকে  চোখের পাতায় প্রয়োগ করে নিজের সৌন্দর্যের গ্রাফকে আরও অনেকখানি বাড়ানো যায়

কী তোমার রূপের ঝলক  !!

চোখের পাতায়  শিমারি গোল্ডেন রঙের সঠিক প্রয়োগ অভিনেত্রীকে করে তুলেছে মোহময়ী  ।

তব অধর এঁকেছি 

ঠোঁটের লাল রং সৌন্দর্যকে যে আরও ফুটিয়ে তোলে  তা বোধহয় কিয়ারা খুব সঠিক ভাবেই উপলব্ধি করেন ।  

একরঙা

একরঙা সাজে ও কীভাবে নিজেকে লাস্যময়ী করে তোলা যায় এই ছবিটি তার বাস্তব উদাহরণ 

রঙের সামঞ্জস্য 

রঙের সামঞ্জস্য বজায় রেখে নিজেকে কীভাবে স্বতন্ত্র ও আরও সুন্দর করে তোলা যায়  তা কিয়ারার থেকে শিক্ষণীয় 

নান্দনিক

হালকা সাজে পরিচ্ছন্ন এবং একটি নো মেকআপ লুকেও কিয়ারাকে লাগে  জাস্ট 'ওয়াও'!!!

অসামান্যা

সিঙ্গল লেয়ার্ড আইলাইনারে কিয়ারার সাহসী লুক সত্যিই বড্ড বেশি আকর্ষণীয় !!  

ওগো নিরুপমা 

কিছু  সৌন্দর্য বর্ণনার অতীত  ...ভাষাহীন ই থাক এই রূপের সংজ্ঞা !! 

More Amazing Contents, Swipe Up ↑