আমিরের সম্পত্তি

BENGALBYTE.IN

২২ টি বাড়ি

অভিনেতার নামে  শাহাবাদ বলে উত্তর প্রদেশের একটি ছোট শহরে রয়েছে ২২ টি বাড়ি

পনেরো কোটি টাকার বাংলো 

আমির খানের  পঞ্চগনিতে রয়েছে এক প্রকান্ড বাংলো যার মূল্য ১৫ কোটির বেশি

মুম্বাইয়ের বাসস্থান ৬৫ কোটি 

অভিনেতা যেখানে বর্তমানে বাস করছেন অর্থাৎ  মুম্বইয়ের বান্দ্রা এলাকায় ফ্রিডা অ্যাপার্টমেন্ট, সেই বাড়ির দাম ৬৫ কোটি টাকা। 

অন্তহীন গাড়ির তালিকা 

আমির খানের  গাড়ির তালিকা বলতে গেলে অন্তহীন। মারসিডিজ বেনজ এস৬০০-এর দাম ১১ কোটি ৬ লক্ষ, রোলস রয়েস কুপের দাম ৪ কোটি ৬ লক্ষ,  রয়েছে বেন্টলি কন্টিনেন্টাল ফ্লাইংল কার যার দাম ৩ কোটি ১০ লক্ষ। 

আমিরের পছন্দের গাড়ি 

আমিরের পছন্দের রেঞ্জ রোভারের দাম এক কোটি চুয়াত্তর লক্ষ এবং তাঁর প্রিয়   বিএমডাব্লুটির দাম এক কোটি দুই লক্ষ যে গাড়িটি করে তাঁকে প্রায় শ্যুটিংয়ে যেতে দেখা যায়।

অভিনেতার নীট মূল্য  ( মোট আয়)

আমির খানের নিট মূল্য  ₹1,434 কোটি বা 204 মিলিয়ন ডলার।

More Amazing Contents, Swipe Up ↑