ওষুধকে বিদায় দিয়েই জন্ডিস করুন দূর

BENGALBYTE.IN

অড়হড় পাতা

অড়হড় পাতা পিষে রস বের করে প্রতিদিন ৬০ মিলিলিটার রস খেলে জন্ডিস সেরে যায়।এর মধ্যে লেবু মিশিয়ে ও খাওয়া যেতে পারে।

করলার পাতা

7-10টি করলার পাতা নিয়ে এক কাপ জলে ফুটিয়ে ঠান্ডা করুন ; আধ লিটার জলে 10-15টি ধনে পাতা সিদ্ধ করে ইতিমধ্যে প্রস্তুত করা ক্বাথটির সাথব এটি মেশান। সর্বাধিক সুফল পাওয়ার জন্য এটি দিনে অন্তত তিনবার পান করুন।

জন্ডিসে খান মুলো পাতা

মুলোর কয়েকটি পাতা নিয়ে ছেঁকে এর থেকে রস বের করে ফেলুন। প্রতিদিন প্রায় আধ লিটার মুলো নির্যাসিত রস খান ; প্রায় দশ দিনের মধ্যে রোগী রোগ থেকে মুক্তি পাবেন।

পেঁপে পাতা

ন্যাশনাল হেলথ পোর্টাল অনুযায়ী পেঁপে পাতার পেস্টে এক চা চামচ মধু মিশিয়ে এক বা দুই সপ্তাহ নিয়মিত খান। এটি জন্ডিসের জন্য খুবই কার্যকরী একটি ঘরোয়া প্রতিকার।

তুলসি পাতা

প্রায় 10-15টি তুলসি পাতা নিয়ে একটি পেস্ট তৈরি করুন। এতে আধ গ্লাস সদ্য প্রস্তুত মুলো পাতার রস যোগ করুন। ভালো ফল পেতে হলে প্রায় দুই থেকে তিন সপ্তাহ ধরে প্রতিদিন এই প্রস্তুতিটি পান করুন।

More Amazing Contents, Swipe Up ↑