চুলের যত্ন নিন সপ্তাহে একটি দিন  ~~উপায় জেনে নিন

BENGALBYTE.IN

প্রথম ধাপ

সামান্য নারকেল তেল ভালো করে গরম করে নিন

দ্বিতীয় ধাপ

নারকেল তেলের মধ্যে সামান্য পরিমাণে টক দই এবং একটি কাঁচা ডিম ভালো করে মিশিয়ে নিন

তৃতীয় ধাপ

চুল  ভালো করে জট ছাড়িয়ে নিয়ে তা সুন্দর করে  দু ভাগে ভাগ করে নিয়ে চিরুনি দিয়ে আঁচড়ে নিতে হবে

চতুর্থ ধাপ

পূর্বে উল্লিখিত  হেয়ার প্যাকটি সুন্দর করে চুলের গোড়া থেকে একদম শেষ প্রান্ত পর্যন্ত লাগিয়ে নিন এবার।

পঞ্চম ধাপ

প্যাক টি লাগিয়ে অন্তত এক ঘণ্টা রেখে  দিতে হবে ।শাওয়ার ক্যাপ লাগিয়ে রাখতে হবে, যদি না থাকে তাহলে একটি প্লাস্টিক বেঁধে  ও রাখতে পারেন।

ষষ্ঠ ধাপ

এক ঘণ্টা পরে কোন ভাল হার্বাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলতে হবে।

বাড়িতেই হার্বাল শ্যাম্পু বানাবেন কিভাবে ?

আপনার প্রতিদিনের ব্যবহারের শ্যাম্পুর সাথে  ২ টেবিল-চামচ কফি পাউডার এবং ৬ টেবিল চামচ গ্রিনটি ভাল করে মিশিয়ে তার মধ্যে পরিমাণমতো জল দিয়ে ফেনা ফেনা করে নিয়ে  মিশ্রণটি চুলে ভালো করে মিশিয়ে  লাগিয়ে নিতে হবে।  আপনার চুল হয়ে উঠবে সুন্দর এবং  আলাদা করে কন্ডিশনার ও আর ব্যবহার করতে হবে না।

More Amazing Contents, Swipe Up ↑