BENGALBYTE.IN
বলিউডের এই যুগের সেরা মহিলা গায়িকাদের মধ্যে অন্যতম শ্রেয়া ঘোষাল যিনি বলিউডকে উপহার দিয়েছেন শত শত সুন্দর গান তিনি মেকাপ ছাড়াও বেশ সুন্দরী।
রিয়েলিটি শো থেকে উঠে আসা এই গায়িকা বলিউডকে একাধিক হিট গান উপহার দিয়েছেন। তবে মোনালীর সৌন্দর্যে হার মানতে পারেন যে কোনো বলিউড অভিনেত্রী।
যব তক হ্যয় জান’, ‘বার বার দেখো’- এই সব ছবিতে গান গেয়ে সবার মন জয় করেছেন নীতি মোহন । তবে তিনি গায়িকা না হয়ে যদি অভিনয়ে নামতেন তাহলে যে কোনো অভিনেত্রীকে টেক্কা দিতে পারতেন অনায়াসেই ।
নেহা কক্কর কেবলমাত্র গানেই পারদর্শী নন তাঁর স্টাইলেরও আলাদাভাবে কদর করেন ভক্তেরা। মিউজিক ভিডিও গুলিতে নেহার অভিনয় দেখে বোঝা দায় যে তিনি গায়িকা নাকি অভিনেত্রী।
‘বেবি ডল’ গানটি গাওয়ার পর থেকেই গায়িকার কণ্ঠস্বরের ভক্ত হয়ে গিয়েছিলেন অনেকেই। তবে ইদানীংকালে তার থেকেও বেশি মানুষ এখন কণিকা কাপুরের ভক্ত, শুধুমাত্র তাঁর সৌন্দর্য এবং স্টাইলের কারণে।
যে কোনো ঘরানার গানে সমান পারদর্শী এই শিল্পী, নিজের রূপের জাদুতে সবাইকে আচ্ছন্ন করে রেখেছেন। বলিউডের তাবড় তাবড় সুন্দরী নায়িকাদের টক্কর দিতে পারবেন আকৃতি কক্কর।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑