গরমে উপবাস করে সুস্থ থাকতে মেনে চলুন এই নিয়ম

BENGALBYTE.IN

অনেক সময়েই নানা ধর্মীয় কারণে গরমেই আমাদের উপবাস ব্রত পালন করতে হয়৷

এ সময় কিন্তু শরীরের জন্য কিছু নিয়ম পালন করতে হয়, না হলে উপবাসের সুফল কিছু পাবেন না৷

চা-কফি

উপবাস করলে আমরা অনেকেই খালি পেটে বার বার চা কফি পান করি৷ এতে কিন্তু শরীরে হিতে বিপরীত হয়৷

কম তেল মশলার খাবার

উপবাস ভঙ্গ করার পর প্রথম খাবার কিন্তু অতিরিক্ত তেলে ভাজা হলে চলবে না৷ প্রচুর মিষ্টি কিছু খাবারও খাবেন না৷

ডিহাইড্রেশনের বিষয়ে খেয়াল রাখতে হবে৷

উপবাস করলে জলের অভাবে শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়তে পারে৷ তাই জলীয় অংশ বেশি এমন ধরনের ফল খেয়ে উপবাস ভঙ্গ করুন৷

উপবাস করলে শরীরে কার্বোহাইড্রেটের ভারসাম্যের অসুবিধে হতে পারে৷

তাই উপবাসের পর ভারী কার্বোহাইড্রেট এড়িয়ে চলুন৷ সেগুলি হজমে সমস্যা হতে পারে৷

More Amazing Contents, Swipe Up ↑