BENGALBYTE.IN
এসেনশিয়াল অয়েল যথেষ্ট সহজলভ্য হওয়ায় বাড়িতেই তা ব্যবহার করাও সম্ভব আর এর গুণাগুণও প্রচুর।
ভিটামিন ই এবং প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্টে ঠাসা গ্রেপসিড অয়েল চুলের জন্যে খুবই উপকারী।
চুলের বৃদ্ধিতে সাহায্য করে। স্ক্যাল্পের স্বাস্থ্যও ভালো রাখে।
সেই দানার নির্যাস থেকেই তৈরি করা হয় গ্রেপসিড অয়েল।
চুলের গোড়া মজবুত করতে এবং স্ক্যাল্পের রুক্ষভাব কাটিয়ে তুলতে সাহায্য করে এই তেল।
জোজাবা তেলের সঙ্গে গ্রেপসিড অয়েল মিশিয়ে স্ক্যাল্পে মাখলে উপকার পাবেন।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑