ভগবান শিবের মহাশক্তিশালী এই পাঁচ মন্ত্র

BENGALBYTE.IN

শিব পঞ্চাক্ষর মন্ত্র : মন্ত্র : (ঔঁ নমঃ শিবায় )

মহাদেব শিবের পাঁচ মুখ থেকে এই পঞ্চাক্ষর মন্ত্রের সৃষ্টি। এই মন্ত্র পাঠ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায়, নেতিবাচক শক্তি দূর হয় ও মানসিক শক্তি বৃদ্ধি হয়। আর্থিক কষ্ট দূর হয় এবং সংসারে শান্তি আসে।

মহা মৃত‍্যুঞ্জয় মন্ত্র :  মন্ত্র : (ঔঁ ত্রৈয়ম্বকম্ য়জামহে সূগন্ধিম্ পূষ্টিবর্ধনম্ । উর্বারূকমিব বন্ধনাম্ মৃত্যুরমোক্ষিয় মামৃতাত ॥

এই মন্ত্র পাঠ করলে মৃত‍্যু ভয় দূর হয় এবং দূরারোগ‍্য ব‍্যাধির নিরাময় হয়

শিব রুদ্র মন্ত্র : মন্ত্র : (ঔঁ নমঃ ভগবতে রুদ্রায়ঃ।)

মহাদেবের কৃপা লাভের জন্য এই রুদ্র মন্ত্র খুবই উপযোগী। দীর্ঘদিনের কোন মনের ইচ্ছা পূরণ করতে এই মন্ত্র পাঠ করা হয় যার নিয়মিত পাঠে   পুরোনো আটকে থাকা কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়।

শিব গায়েত্রী মন্ত্র : মন্ত্র : (ওম তৎপুরুষায়া বিদ্মহে মহাদেবায়ে  ধিমাহি তন্নো রুদ্রায় প্রচোদয়াত।)

শক্তিশালী এই শিব মন্ত্রটি  আপনার শরীর ও মনে শান্তি আনবে ও সমস্ত বাধা দূর করবে।

শিব স্তোত্রম্

ওম নমস্তে আস্ননমস্তে আস্তু ভগবানয়া বিশ্বেশ্বরায়া মহাদেবায়া ত্রয়ম্বকায়া ত্রিপুরান্তকায়া ত্রিকালাগ্নি - কালায়া কালাগ্নি - রুদ্রায়া নীলকান্তায়া মৃত্যুঞ্জয়া সর্বেশ্বরায়া সদাশিবায়া শ্রীমান মহাদেবায়া নমঃ। ~(এই মন্ত্রটি  দীর্ঘদিনের রোগ ব‍্যাধি ও মৃত্যু ভয় দূর করে। )

More Amazing Contents, Swipe Up ↑