ডাবের জল ব্যবহারের পাঁচটি উপকারিতা

BENGALBYTE.IN

ত্বক মোলায়েম করে

প্রতি রাতে শুতে যাওয়ার সময় বা সকালে ঘুম থেকে উঠে ডাবের জল দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন

দাগ মুক্ত করে

বাড়িতে বানানো ফেসপ্যাক এর সঙ্গে ডাবের জল মিশিয়ে নিন। এতে ত্বক একেবারেই দাগ মুক্ত হয়ে গেছে।

অকাল বার্ধক্য আটকায়

ডাবের জল নিয়মিত মুখে লাগালে ত্বকের ওপরে সহজে বার্ধক্য আসবে না।

ব্রণও কম করে

তৈলাক্ত ত্বকের সমস্যা থাকলে প্রতিদিন সামান্য পরিমাণে ডাবের জল লাগান, এতে ব্রণের সমস্যা অনেকটা কম হবে।

ত্বকের জ্বালা পোড়া ও র‍্যাশ কমায়

ডাবের জল প্রতিদিন সামান্য পরিমানে লাগালে ত্বকের ওপরে হওয়া লাল দাগ, জ্বালা পোড়া ইত্যাদি সহজেই কমে যায়।

More Amazing Contents, Swipe Up ↑