লবঙ্গ খান রোজ সকালে খালি পেটে

BENGALBYTE.IN

গুণে ভরা লবঙ্গ

খালি পেটে রোজ ২টি করে লবঙ্গ খেলে হয় হাজারো উপকার। লবঙ্গে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট। শরীরের রক্তকোষ বাড়াতে দারুণ সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে

২টি করে লবঙ্গ খান নিয়মিত ; এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

হজম ও পেটের সমস্যা

হজমের যে কোনও সমস্যায় মাত্র ২টি লবঙ্গই যথেষ্ট। সকালে উঠে লবঙ্গ চিবিয়ে খেলে পেটে ব্যথা, পেট খারাপের মত সাধারণ সমস্যাগুলি নিরাময় হয় ; কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা সমাধানেও দারুণ কাজে লাগে এটি

লিভারকে সুস্থ রাখতে

লিভারকে সুস্থ রাখতেও লবঙ্গের কোনও বিকল্প নেই। রোজকার নিয়মে যদি লবঙ্গ চিবিয়ে খাওয়া হলে লিভারের সামগ্রিক পদ্ধতি সঠিক ভাবে কাজ করে।

দাঁত ও মাড়ির ব্যথায়

দাঁত ও মাড়ির ব্যথায়  লবঙ্গ খেলে দ্রুত আরাম পাওয়া যায়। লবঙ্গ চিবিয়ে খেলে মুখের ভিতরটা অসাড় হয়ে যায়। তাতে দাঁত ও মাড়ির ব্যথা বেশ কয়েক ঘণ্টা আরাম পেতে সাহায্য করে।

শরীরকে গরম রাখতে

শরীরকে গরম রাখতে, মুখের মধ্যে রাখুন ২টি লবঙ্গ। এছাড়া লবঙ্গের জল বা চা খেলে জিভের ঘা ও গলা ব্যথার প্রাকৃতিক ভাবে উপশম হয়

হাড়ের ক্ষয় হ্রাস করতে

লবঙ্গতে  রয়েছে ফ্ল্যাভোনয়েড, ম্যাঙ্গানিজ ও ইউগোনল যা হাড় ও জয়েন্টের ব্যথা সারাতে সাহায্য করে। হাড়ের ক্ষয় হ্রাস করিয়ে শক্তিশালী গড়তে সাহায্য করে।

More Amazing Contents, Swipe Up ↑